ক্যাসিনোর অনুমতি দেয়ার সুযোগ নেই: অর্থমন্ত্রী

0
67

বাংলা খবর ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ক্যাসিনো একটি জুয়া খেলা। আইন করেও ক্যাসিনোর অনুমতি দেয়ার সুযোগ নেই। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী গণমাধ্যমকর্মীদের একথা বলেন।

তিনি বলেন, ক্যাসিনো ব্যবসার বিষয়ে প্রশাসন দায় এড়াতে পারে না। যারাই এর পেছনে রয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এনবিআরকে নির্দেশ দেয়া হয়েছে ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

এরআগে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মহিবুল হক জানিয়েছেন, বাংলাদেশে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বৈধ ক্যাসিনো প্রতিষ্ঠাসহ নানা সুযোগ সুবিধা তৈরি করা হবে বলে।

পর্যটন সচিব বলেন, মালয়েশিয়াতে ক্যাসিনো আছে, সেখানে কিন্তু পাসপোর্ট দিয়ে ক্যাসিনোতে ঢুকতে হয়। আমরা তো পর্যটকদের জন্য এ ধরনের কোনো সুযোগ-সুবিধা দিতে পারছি না। আমরা যেখানে এক্সক্লুসিভ ট্র্যরিস্ট জোন করবো, সেখানে বিদেশিদের জন্য এসব সুযোগ-সুবিধাগুলো থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here