কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা রুখতে পুলিশ ফাঁড়ি বসানোর উদ্যোগ

0
63

বাংলা খবর ডেস্ক: উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কারওয়ান বাজার এলাকায় অবৈধ দখল রুখতে পুলিশ ফাঁড়ি বসানোর উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। এর জন্য সিটি কর্পোরেশনের একটি জায়গা ইতোমধ্যে নির্ধারণও করা হয়েছে।

বৃহস্পতিবার কারওয়ান বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

মেয়র আতিকুল বলেন, একটি গোষ্ঠী ফুটপাত দখল করতে করতে রাস্তাও দখল করেছে। এ রাস্তা, ফুটপাত জনগণের টাকায় হয়েছে। দখল উচ্ছেদের পরও আবার পুনর্দখল হয়, তাই এখানের একটি জায়গা আমরা পুলিশকে দেব পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য। পুলিশ ফাঁড়ি থেকেই এ এলাকার দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এ বাজারের বদলে গাবতলী, যাত্রাবাড়ী এবং মহাখালীতে বাজার হবে। এখানকার বাজার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের কিছু দাবি দাওয়া আছে। সেগুলো মিটে গেলেই বাজার সরে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here