অর্থের অভাবে স্কুলের বেতন দিতে পারিনি : অর্থমন্ত্রী

0
58

বাংলা খবর ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজের ছাত্রজীবনের অর্থকষ্টের বর্ণনা দিয়ে বলেছেন, ‘অর্থের অভাবে স্কুলের বেতন দিতে পারিনি। এসএসসি পরীক্ষার আগে বেতন দিতে না পারায় খাতা থেকে তিনবার নাম কাটা গেছে। পরে গ্রামের মানুষ স্কুলের বেতন পরিশোধ করে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন।’

শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংকের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে আগত ছাত্রছাত্রীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘তোমার জীবন অনুসরণ করলে কিছুটা হলেও উপকৃত হবে। এমন অনেক মানুষই রয়েছেন, যারা দরিদ্র পরিবার থেকে উঠে এসে নিজ চেষ্টা ও সাধনায় সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাদের জীবনী তোমরা বেশি করে পড়বে।’

অর্থমন্ত্রী বলেন, ‘এখন ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। তোমরা বইপুস্তক বিনামুল্যে পাচ্ছ। আমাদের সময়ে সুযোগ ছিল না। কাজেই এখন তোমরা আরো বেশি ভালো ছাত্র হবে। দেশ ও সমাজের অনেক বড় দায়িত্ব পালন করবে। এটাই আমাদের প্রত্যাশা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here