লাইব্রেরি থেকে নেওয়া বই ৬০ বছর পর ফেরত!

0
71

বাংলা খবর ডেস্ক: কলেজে পড়ার সময় লাইব্রেরি থেকে একটি বই নিয়েছিলেন এক ছাত্র। আর সেই বইটি ফেরত দেওয়া হল ৬০ বছর পর। এই বিশাল সময়ে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭শ পাউন্ড।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, কালচার অ্যান্ড সোসাইটিস অফ আফ্রিকা নামের ওই বইটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে নেওয়া হয়েছিলো।

বুধবার গনভিল অ্যান্ড কেইউস কলেজের একজন সাবেক ছাত্র বইটি ফেরত দেন। পরে সেটি নিয়ে যাওয়া হয় মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরিতে।

এ ঘটনার পরই এক টুইট বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ লিখেছে, ‘বেটার লেট দ্যান নেভার।’

একই সাথে জরিমানা মওকুফের কথাও উল্লেখ করেছে তারা। তারা জানায়, হয় এটা একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক।

তবে একজন মুখপাত্র বলেন, ‘এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন।’

ইতোমধ্যে বইটি ক্যাটালগ শাখায় দেওয়া হয়েছে এবং তারাই শিগগির বইটিকে তালিকাভুক্ত করে নির্ধারিত জায়গায় রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here