সেঞ্চুরিতে ইতিহাসে চামারি আতাপাত্তু

0
56

বাংলা খবর ডেস্ক: পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে সেঞ্চুরির কীর্তি গড়েন নেপাল অধিনায়ক পরশ খড়কা। রান তাড়া করতে নেমে প্রথম অধিনায়ক হিসেবে এই কীর্তি তার। ২৪ ঘণ্টা না পেরোতেই নারী ক্রিকেটেও হলো একই রেকর্ড।

রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। নাম লেখালেন রেকর্ড বইয়ে। মেয়েদের টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে কোনো অধিনায়কের এটাই প্রথম শতরান।

রবিবার অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সিডনিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১৭ রানের বিশাল পুঁজি গড়ে অস্ট্রেলিয়ান নারী দল। জবাব দিতে নেমে শ্রীলঙ্কার পক্ষে সেঞ্চুরি তুলে নেন চামারি আতাপাত্তু। ওপেন করতে নেমে খেলেন ৬৬ বলে ১১৩ রানের ইনিংস। ১২টি চারের সঙ্গে মেরেছেন ৬টি ছক্কা।

আগের দিন নেপাল অধিনায়ক ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নিয়ে জয় এনে দিয়েছিলেন দলকে। তবে চামারি একই রেকর্ড গড়লেও দলকে জেতাতে পারেননি। লঙ্কান অধিনায়ক সেঞ্চুরি পেলেও অন্যরা ছিল ব্যর্থ। ৭ উইকেটে ১৭৬ রানে থেমেছে দলটির ইনিংস।

এর আগে রান উৎসবের ম্যাচে অস্ট্রেলিয়া নারী দলের পক্ষে সেঞ্চুরি করেন বেথ মুনি। চামারির মতোই ঠিক ১১৩ রানের ইনিংস খেলেছেন তিনিও। ৬১ বলে ২০ চারে নিজের ইনিংস সাজান মুনি। অজি নারীদের ৪১ রানে জয় পাওয়া ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন বেথ মুনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here