তুৃমি ক্যাসিনোয় হারিয়ে যেও না

0
1042

হাসনাইন খুরশেদ

পবিত্র জায়নামাজ সাক্ষী
সাক্ষী ফজরের আযান
সুবহে সাদিকের শেষ ভাগে
দিগন্তরেখা যখন লাল হয়ে ওঠে
পাখিরা বেরোয় নীড় ছেড়ে
প্রাত:ভ্রমণকারীরা নেমে আসে পথে
আমি তখন মুগ্ধ হয়ে তোমাকে দেখি
হে বাংলাদেশ, আমি শুধু তোমাকে দেখি
তোমাকে দেখি আর তোমাকে খুঁজি
হারানো মুগ্ধতায় শুধু তোমাকে খুঁজি।

মনে পড়ে মায়াবী শৈশব..
মনে পড়ে দূরন্ত কৈশোর..

বহুদূর থেকে বয়ে আসে স্নিগ্ধ বাতাস
বাতাসে শিষ কেটে যায় তীক্ষ্ণ শ্বাস
তালপাতার দোলা আজ কোথাও দেখিনা
সুপুরি গাছেরা আর পড়েনা হেলে
ভেসে আসে না রেয়াজের সুর
তাল কেটে গেছে কোন তালে।

ফুটবল পায়ে ছুটে চলতো মাঠে
সেই যে কিশোর দল- প্রাণোচ্ছল
ওরা আর হুল্লোরে নৈ:শব্দ ভাঙ্গে না
ভারি ব্যাগে নুব্জ হয়ে চলে বিদ্যাপীঠে।

উঠোন খুঁজি আমি, খুঁজি টিনের ঘর
উঠোন জুড়ে ছড়িয়ে পড়া শিউলি খুঁজি
খুঁজি গন্ধরাজ আর রক্তজবা
দেখি না, ওদের আর কোথাও দেখিনা।

একচিলতে বারান্দায় বসে
কতো কিছু খুঁজি আমি
খুঁজি মায়ের আঁচল
খুঁজি বাবার চশমা
খুঁজি প্রিয় ভাইদের
ওরা কেউ আর ফিরে আসে না।

ফিরে ফিরে আসে ভোরের আযান
জাগি জোড়া শালিক: সতেজ-সপ্রাণ
প্রাণ ভরে তোমাকে দেখি, তোমাকে খুঁজি
হে বাংলাদেশ-
শত কূটিলতা, দানবের নিরব আস্ফালন
তবু তুমি ক্যাসিনোয় হারিয়ে যেও না।
আল্লাহ’র কসম, তুমি হার মেনো না।

৩০.০৯.২০১৯

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here