দুই আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে মাশরাফি

0
533

বাংলা খবর ডেস্ক: নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমপি নির্বাচিত হওয়ার পর থেকে নিজের সংসদীয় এলাকার জনগণের উন্নয়নে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে চষে বেড়াচ্ছেন তিনি।

সবশেষ নিজের সংসদীয় এলাকায় ফায়ার সার্ভিসের জন্য নতুন গাড়ি এবং পুলিশ ফাঁড়ি সংস্কারের আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মাশরাফি।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফ মাহমুদ অপু বলেন, মাশরাফি এলাকার উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে এসেছিলেন। তার এলাকায় একটি ফায়ার স্টেশন আছে। সেটি তৃতীয় শ্রেণির। এর জন্য নতুন একটি গাড়ি চেয়েছেন তিনি। মূলত স্টেশনটিকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ এবং এলাকার পুলিশ ফাঁড়ি সংস্কারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নড়াইল এক্সপ্রেস।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here