বিয়ের পিঁড়িতে বসার আগে যা জানা জরুরি

0
65

বাংলা খবর ডেস্ক: সংসার জীবনে অনেক হিসাব কষতে হয়। এখানে যেমন সুখ আছে, তেমনি দুঃখও আছে। তাই সংসার করার আগে অনেক বিষয় মাথায় রাখা ও জানা জরুরি। কারণ সংসারে অঙ্কের হিসাব কষতে যদি আপনি ভুল করেন, তবে তা হলে সারা জীবনের কান্না।

বিয়ের পর রোমাঞ্চকর সময় কিংবা সপ্তাহের ‘ডেট নাইট’ আর থাকে না। তাই ‘কবুল’ বলার আগে কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন।

সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে এখানে সেসব বিষয় তুলে ধরা হলো-

১. বিয়ে করার জন্য কখনই হুট করে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। তাই বিয়ের আগে জেনে-বুঝে তারপর বিয়ে করুন।

২. সংসার মানে কিন্তু অনেক কিছু ত্যাগ করা। তাই বিয়ের আগে সঙ্গীর চাওয়াকে বড় করে দেখার মন মানসিকতা থাকতে হবে।

৩. সংসারের টুকিটাকি মত-বিরোধ হেসে উড়িয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে।

৪. সঙ্গীর ওপর রাগ পুষে রেখে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজলে সংসার হবে না।

৫. সঙ্গী যদি তার সহকর্মীর পরিবারকে বাসায় দাওয়াত দেয়, তাদের আপ্যায়নের দায়িত্ব আপনার ঘাড়ে তুলে নিতে হবে।

৬. বিয়ের পর নিজের বাড়ি এবং শ্বশুরবাড়ি- দুদিকেই মানিয়ে চলতে হবে। অনেক সময় দ্বন্দ্ব দেখা দিলেও ঠাণ্ডা মাথায় সমাধান খুঁজতে হবে।

৭. সুখী দম্পতি হওয়ার জন্য এক অপরের সবচাইতে ভালো বন্ধু হওয়া অত্যন্ত জরুরি।

৮.সংসারে বিশ্বাস থাকতে হবে। সঙ্গীর ওপর বিশ্বাস না থাকলে সম্পর্কের মাঝে বাসা বাঁধবে সন্দেহ-নিরাপত্তাহীনতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here