দুর্নীতি করলে ছাড় নেই: ভূমিমন্ত্রী

0
506

বাংলা খবর ডেস্ক: দুর্নীতি করলে কোনো প্রকার ছাড় নেই বলে উল্লেখ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন তাকে আইন ও বিচারের মুখোমুখি হতেই হবে।

শনিবার রাতে চট্টগ্রাম নগরীর সার্সন রোডের নিজ বাসভবনে জাতীয় শ্রমিক লীগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের কাজ করতে হবে। কেউ যদি দুর্নীতির আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তাহলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ইসলাম আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি ইয়াছিন চৌধুরী, পটিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান, আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ প্রমুখ। এর আগে ভূমিমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here