ইংল্যান্ডের গোল উৎসব, হতাশা ফরাসিদের

0
50

বাংলা খবর ডেস্ক: ঘরের মাঠেও জয় অধরা থাকল ফ্রান্সের। ফের তুরস্কে আটকে গেল ফরাসিরা। ইউরো ২০২০ বাছাইপর্বে সোমবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। তবে রাতের আরেক ম্যাচে গোল উৎসব করেই মাঠ ছেড়েছে ইংল্যান্ড। বুলগেরিয়াকে তাদেরই মাঠে ইংলিশরা হারিয়েছে ৬-০ গোলে!

এর আগে প্রথম লেগে তুরস্ক ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্সকে। সেই হারের প্রতিশোধ নিতে পারেনি দিদিয়ের দেশমের দল। অবশ্য স্ট্রাইকাররা গোল মিসের মহড়া না দিলে হাসিমুখেই মাঠ ছাড়তে পারতো তারা। বারবারই হতাশায় ডুবিয়েছেন আক্রমণভাগের ফুটবলাররা।

৭৬তম মিনিটে অলিভিয়ে জিরুদের গোলে লিড নেয় ফ্রান্স। গোলদাতা অ্যান্তোনিও গ্রিজমানে। কিন্তু ৮১তম মিনিটে সমতা ফেরান তুরস্কের কান আইহান। সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

‘এইচ’ গ্রুপে আট ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে তুরস্ক। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আইসল্যান্ড।

বুলগেরিয়াকে রীতিমতো হেসে-খেলে হারিয়েছে ইংলিশরা। ম্যাচে জোড়া গোল করেছেন রাহিম স্টার্লিং ও রস বার্কলে। একটি করে গোল হ্যারি কেইন ও মার্কাস র‌্যাশফোর্ডের।

র‌্যাশফোর্ডের গোলে খেলার সপ্তম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ব্যবধান দ্বিগুণ করেন বার্কলে। ৩২তম মিনিটে ফের বার্কলের গোল। ইংল্যান্ডের হয়ে এটি তার ৬ নম্বর গোল। প্রথমার্ধের ইনজুরি সময়ে হ্যারি কেইনের পাসে দলকে আরও এগিয়ে দেন স্টার্লিং। খেলার ৬৮তম মিনিটে ফের স্টার্লিংয়ের গোল। এরপর ৮৫তম মিনিটে নিশানা খুঁজে নেন কেইন।

এ অবস্থায় ‘এ’ গ্রুপে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকল ইংল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে এরপরই চেক রিপাবলিক। মন্টেনেগ্রোকে ২-০ গোলে হারানো কসাভো ১১ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। ইউরো ২০২০ এর মূল পর্বে উঠতে পারে তারাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here