আবরার হত্যাকারীদের মৃত্যুদণ্ড হওয়া উচিত : কাদের

0
49

বাংলা খবর ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আবরার হত্যাকারীদের মৃত্যুদণ্ডই হওয়া উচিত। তবে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতই চূড়ান্ত রায় দেবেন।’ তিনি বলেন, ‘দলের কিছু লোকের জন্য সরকার ও দল ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই না। তাদের এ অপকর্মের দায় সরকার নেবে না।’

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আবরার হত্যাকাণ্ডের ঘটনায় সরকার ও দল সত্যিকার অর্থেই বিব্রতকর অবস্থায় পড়েছে। বিষয়টি সরকার বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি আবরার হত্যাকাণ্ডকে রাজনৈতিক ইস্যু বানিয়ে আন্দোলনে নামতে চায়।’

বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে তিনি পরামর্শ দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। এরপর আর আন্দোলন কীসের?’

ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে কাদের আরো বলেন, ‘মাথা কেটে সমাধান হয় না। আমরা ছাত্র রাজনীতি বন্ধের বিপক্ষে। তবে বুয়েট বন্ধ করলে আমরা সেটাকে সমর্থন করব। এটা একান্তই বুয়েট কর্তৃপক্ষের নিজস্ব বিষয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘চলমান ক্যাসিনো, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ওপরের আশ্রয়দাতা ও যাদের ছাতার নিচে থেকে তারা এসব অপকর্ম করেছে, তাদের ধরা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here