আমাদের আরো কিছুদিন সহ্য করতে হবে : মওদুদ

0
98

বাংলা খবর ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘এই সরকার যত দ্রুত ক্ষমতা থেকে বিদায় নেবে, দেশের জন্য ততটা মঙ্গলজনক। সে জন্য আমরা দাবি করব, অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘রাজপথে খালেদা জিয়ার মুক্তি হবে। এত দিন তো আমরা সহ্য করেছি, কিন্তু আমাদের আরো কিছুদিন সহ্য করতে হবে।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোট আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন মওদুদ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, ‘ক্ষমতাসীনদের উচিত পদত্যাগ করে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক একটি সরকার গঠনের সুযোগ সৃষ্টি করা।’

মওদুদ আহমদ বলেন, ‘দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও দেশের মানুষ যাতে সভ্যতার সঙ্গে বসবাস করতে পারে, সে সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা প্রয়োজন।’

‘খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব হবে বলে আমি মনে করি না। সুতরাং এর অবসান একমাত্র হতে পারে রাজপথে। প্যারোলের মাধ্যমে নয়, রাজপথে খালেদা জিয়ার মুক্তি হবে এবং এই মুক্তি আমাদের আনতে হবে, এটা সময়ের ব্যাপার। আপনারা যদি মনে করেন আর কত দিন? এত দিন তো আমরা সহ্য করেছি, কিন্তু আমাদের আরো কিছুদিন সহ্য করতে হবে।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘২০ দলীয় ঐক্যজোট আছে এবং থাকবে। পাশাপাশি সর্ববৃহৎ প্ল্যাটফর্ম তৈরির জন্য আমাদের দেশের সব গণতন্ত্র মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক গোলাম পরওয়ার, জাতীয় পার্টির মোস্তফা জালাল মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান রেজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here