সংবাদ সম্মেলনে না থাকার কারণ জানালেন মাশরাফি

0
86

গতকাল সোমবার বিকেলে জাতীয় দলের ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘটের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকার ব্যাপারে মাশরাফি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কারণ জানিয়েছেন।

ফেসবুকে মাশরাফির দেয়া ওই বক্তব্য পাঠকদের জন্য তুলে ধরা হলো,

অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছুদিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি। ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনও আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম। মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি। তবে আমার উপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরী। আমি মাশরাফি বিন মোর্ত্তজা, ১১ দফা দাবির পক্ষে আছি, থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here