ক্রীড়া প্রতিষ্ঠান যেন ক্যাসিনো না হয়: গণপূর্তমন্ত্রী

0
89

বাংলা খবর ডেস্ক: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘ক্রীড়া প্রতিষ্ঠান যেন ক্যাসিনো প্রতিষ্ঠানে পরিণত না হয়। অনৈতিক প্রতিষ্ঠানে পরিণত না হয়। অনৈতিকতায় যিনি জড়িয়ে যাবেন, তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরদাশত করবেন না।’

মন্ত্রী বলেন, ‘কিছু কিছু ক্রীড়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনৈতিক কাজ করার কারণে ক্রীড়াঙ্গনের বড় ধরণের ক্ষতি হয়ে গেছে। সে জায়গা থেকে উত্তরণে সবাই মিলে কাজ করতে হবে। ক্রীড়াবিদদের স্বপ্ন যেন কারো ভুলে নষ্ট না হয়ে যায়।’ শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৩৫তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) এ্যাথলেটিক প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া সংগঠকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা প্রদান করেন, ক্রীড়াবিদদের বিকাশে ভূমিকা পালন করেন এরকম দৃষ্টান্ত উপমহাদেশে দ্বিতীয়টি নেই। আজকের জুনিয়র ক্রীড়াবিদরাই আগামী দিনে সারা পৃথিবীতে আমাদের অ্যাম্বাসেডর হবে। বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে অনন্য নজির সৃষ্টি করবে।’

তিনি বলেন, ‘সরকার ক্রীড়াকে সব পৃষ্ঠপোষকতা দিতে প্রস্তুত। তবে ক্রীড়াবিদদের ক্রীড়ার প্রতি মনযোগী হতে হবে, আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। দেশের মুখ উজ্জ্বল করতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চার মাধ্যমে শহর থেকে গ্রাম সবখানে সবাইকে উজ্জীবিত করে তুলতে হবে।’

বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এম আমিন উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী কয়েকজন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন গণপূর্তমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here