বছরে মাদকে নষ্ট হচ্ছে ১ লাখ কোটি টাকা

0
491

বাংলা খবর ডেস্ক: প্রতিবছর মাদকের জন্য বিনষ্ট হচ্ছে এক লাখ কোটি টাকা। যদি এই টাকা দেশের উন্নয়নে কাজে লাগানো যেত আমাদের অর্থনীতি আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুয়াকাটা সমুদ্র সৈকতে বিচ ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে একা মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য দরকার সবাইকে একত্রিত করা। বাংলাদেশিরা আজ পর্যন্ত যে সব ঘটনায় একত্রিত হয়েছেন সেটা সম্ভব হয়েছে। এই মাদক বেশিদিন চলবে না। আমরা এটা যৌথভাবে নির্মূল করব।

বেনজীর আহমেদ আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে যখন পশ্চিমা বাঘা বাঘা অর্থনীতিবিদ বলতেন, আমাদের উন্নয়ন সম্ভব নয়। আজ তাদের মুখে চুনকালি মেখে দেশ এখন উন্নয়নের সড়কে। এখন যারা বলছেন, আমরা মাদক নির্মূল করতে পারব না, তাদেরকে দেখিয়ে দেব আমরা মাদককে নির্মূল করেছি।

র‍্যাবের ডিজি বলেন, আমরা মাদকের ছোবলে আর কোনো তরুণকে পড়তে দেব না। আমরা তরুণদের সুস্থ সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করব এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here