বাংলাদেশের স্পিন কোচ হিসেবে প্রতিদিন ভেট্টরির আয় ৩ লাখ!

0
82

বাংলা খবর ডেস্ক: বিশ্বকাপের পর কোচিং স্টাফ ছেঁটে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান কোচ স্টিভ রোডসকে বিদায় করে রাসেল ডমিঙ্গোকে নিয়োগ দেয় তারা। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হন চার্ল ল্যাঙ্গেভেল্ট। আর স্পিন কোচ সুনীল যোশীর জায়গায় নিযুক্ত হন ড্যানিয়েল ভেট্টরি।

ডমিঙ্গো, ল্যাঙ্গেভেল্ট কাজ শুরু করেছেন আগেই। আর শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন ভেট্টরি। ভারত সফর সামনে রেখে টাইগারদের প্রস্তুত করবেন তিনি।

নিউজিল্যান্ডের সাবেক এ স্পিনারের সঙ্গে ১০০ দিনের চুক্তি করেছে বিসিবি। ২০২০ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিদায় নেবেন কিউই কিংবদন্তি। এসময়ে তাকে ৩ লাখ ৫৭ হাজার ১০০ ডলার দেবে বোর্ড।

ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে একদিন অতিবাহিত করেছেন ভেট্টরি। গতকাল জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে কাজ করেন তিনি। প্রথম দিন বোলিং নিয়ে কাজ করেননি। তবে কিছুক্ষণ ব্যাটসম্যানদের নেটে অনুশীলন করান বাঁহাতি স্পিনার।

এ একদিনে ভেট্টরি বেতন হিসেবে পেয়েছেন ৩ হাজার ৫৭১ ডলার। বাংলাদেশি মুদ্রামাণে যা প্রায় ৩ লাখ ৩ হাজার ৫৩৫ টাকা! অবশ্য এ থেকে উৎস কর হিসেবে শতকরা ৩০ ভাগ কেটে নেয়া হবে।

এরপরও ভেট্টোরির পকেটে প্রতিদিন আড়াই হাজার ডলার থাকবে। টাকার অংকে যার পরিমাণ প্রায় ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এ হিসাবে ১০০ দিনে বাংলাদেশি টাকায় কর বাদে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা আয় করবেন তিনি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here