আইএস নেতা ‘বাগদাদির নিহতের খবর’ নিয়ে আসছেন ট্রাম্প

0
70

বাংলা খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কথিত ইসলামিক স্টেট-আইএসের নেতা আবু বকর আল-বাগদাদিকে শনিবার এক অভিযানে লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছেন একজন শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।

ওই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, বাগদাদির অবস্থান শনাক্ত করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সহযোগিতা করেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সকাল ৯টায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বড় ধরনের ঘোষণা’ নিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হগান গিডলি।

একজন প্রশাসনিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এ ঘোষণা বিদেশ নীতি সম্পর্কিত। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন অস্বীকৃতি জানিয়েছে।

শনিবার সন্ধ্যায় ট্রাম্পের দেওয়া এক টুইট এ সন্দেহকে আরও ঘনীভূত করেছে। তিনি লিখেছেন, ‘মাত্রই বড় ধরনের কিছু একটা ঘটল।’

আইএস নেতা বাগদাদি গত পাঁচ বছর ধরে লুকিয়ে আছেন। গত এপ্রিলে আইএসের মিডিয়া শাখা আল-ফুরকান প্রচারিত এক ভিডিওতে সর্বশেষ বাগদাদিকে দেখা যায়। এর আগে ২০১৪ সালে তাকে ইরাকের মসুলে গ্রেট মসুল মসজিদে বক্তৃতা দিতে দেখা গিয়েছিল।

গত ২০১৮ সালের ফেব্রুয়ারিতে একাধিক মার্কিন কর্মকর্তা দাবি করেছিলেন, ২০১৭ সালের মে মাসে এক বিমান হামলায় আহত হয়েছিলেন বাগদাদি। এজন্য পাঁচ মাসের জন্য জঙ্গিগোষ্ঠীটির নিয়ন্ত্রণ থেকে তাকে বিরত থাকতে হয়েছিল।

বাগদাদি ২০১০ সালে ইসলামিক স্টেট অব ইরাক (আইএসআই) এর নেতা হন। পরে সিরিয়ার আল-কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে একীভূত করে ২০১৩ সালে সংগঠনটি ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ত তথা আইএসআইএল বা আইএসআইএস হিসেবে পরিচিতি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here