অনুশীলন ম্যাচে সাকিব না খেলার কারণ

0
55

বাংলা খবর ডেস্ক: ধর্মঘটের অচলাবস্থা কাটিয়ে গত শুক্রবার থেকে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। এদিন ভারত সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হয়, তবে প্রথম দিন উপস্থিত ছিলেন না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। পরের দিন অনুশীলনে আসলেও দুটি নির্ধারিত অনুশীলন ম্যাচে খেলছেন না বাঁহাতি এই অলরাউন্ডার।

ক্রিকেটাররা লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এটা আগে থেকেই ঠিক করা ছিল। রোববার প্রথমটি হয়েছে, আজ দ্বিতীয়টি হওয়ার কথা রয়েছে। এই প্রস্তুতি ম্যাচে সাকিব কেন খেলছেন না জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘সাকিবকে কোচ ছুটি দিয়েছেন, আমরা জানি না।’

আকরাম খান আরও বলেন, ‘সাকিব কোচের কাছে বিশ্রাম চেয়েছেন, কোচ তাকে বিশ্রাম দিয়েছেন। এটা সম্পূর্ণ কোচের ব্যাপার। আমাদের কোনো হাত নেই।’

কদিন পরেই ভারত সিরিজ। চার দিনের অনুশীলনে সাকিব মাত্র একদিন এসেছেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে কেন সাকিবকে বিশ্রাম দেওয়া— এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, ‘আসলে আমি এটা বলতে পারব না। সাকিবের হয়তো কোনো সমস্যা থাকতে পারে। কোচের সঙ্গে কথা বলতে পারেন।’

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাজ দল নির্বাচন করা, কে খেলবে, কে খেলবে না এটা দেখবে ক্রিকেট অপারেশন্স।’

সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাল দল-সবুজ দলে ভাগ হয়ে খেলবেন মুশফিক রিয়াদরা। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ভারত সফরের অনুশীলন ক্যাম্প। কাল বিশ্রামের পর আগামী বুধবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সাকিবদের। ৩ নভেম্বর নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here