খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র : এমপি সিরাজ

0
734

বাংলা খবর ডেস্ক: বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র। আমরা এর মুক্তি চাই। এজন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত দিনে বহু নেতাকর্মী মামলা হামলার স্বীকার হয়ে আজ দুঃসহ জীবনযাপন করছে। তাই আগামী দিনে আবারও রাজপথের আন্দোলনের জন্য খালেদা জিয়ার নির্দেশে দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। এ জন্য সকলের সহযোগিতা দরকার।

সোমবার বিকালে বগুড়া সদর উপজেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, আব্দুর রহমান, মাহবুবুর রহমান বকুল, ডাক্তার মামুনুর রশিদ মিঠু, এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী ছালাম, মনিরুজ্জামান মনি প্রমুখ।

সভায় জেলার ২৪টি সাংগাঠনিক থানা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং অঙ্গ দলের জেলা নেতাকর্মীরা অংশ নেন। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনসহ সাংগঠনিক দিক-নির্দেশনা দেন এমপি সিরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here