আইসিসির বিরুদ্ধে সরকারের কিছু করার নেই, সাকিব প্রসঙ্গে প্রধানমন্ত্রী

0
124

বাংলা খবর ডেস্ক: তথ্য গোপনের কারণে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি যদি সাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে সরকারের খুব বেশি কিছু করার থাকে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জুয়াড়িরা সাধারণত খেলোয়াড়দের সঙ্গে এমনটা করে। ওটা সে গুরুত্ব দেয়নি। তার উচিত ছিল আইসিসিকে জানানো। সে একটা ভুল করেছে।’

এ ক্ষেত্রে সরকারের করণীয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসি যদি ব্যবস্থা নেয়, তাহলে আমাদের খুব বেশি কিছু করার থাকে না। ভুল সে করেছে এটা ঠিক। তারপরও বিসিবি তার সঙ্গে আছে বলে জানিয়েছে। খুব বেশি কিছু যে করার আছে সেটা না।’

ক্রিকেটারদের আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নে শেখ হাসিনা বলেন, ‘তাদের দাবি-দাওয়া থাকলে বিসিবিকে জানাতে পারত। কিন্তু সেটা না করে হঠাৎ করে ধর্মঘট ডাকল। আমি কখনো শুনিনি ক্রিকেট খেলোয়াড়রা এভাবে ধর্মঘট করতে পারে।’

তিনি বলেন, ‘আমরা, বিসিবি খেলোয়াড়দের যে সমর্থন দিই, পৃথিবীর কম দেশই আছে এমন সমর্থন দেয়। আমরা তাদেরকে গড়ে তুলি।’

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান শেষে রবিবার সন্ধ্যায় দেশে ফেরেন।

চার দিনের এই সফরে ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকিসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here