যুক্তিসংগত সব দামি মেনে নিতে রাজি ইমরান খান

0
80

বাংলা খবর ডেস্ক: পদত্যাগ বাদে বিরোধীদের যুক্তিসংগত সব দামি মেনে নিতে রাজি হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর ডনের।

প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে বিরোধীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছিলেন ইমরান। সেই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন।

দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান নেতা মাওলানা ফজলুর রহমান আন্দোলনের ডাক দিয়ে ইমরানকে পদত্যাগ করতে দুই দিন সময় দেন।

সোমবার করাচি থেকে শুরু হওয়া ‘আজাদি মার্চ’ বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ পৌঁছায়। এ আন্দোলনে সমর্থন দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও।

এই পরিস্থিতিতে বেনজির ভুট্টোর ছেলে তথা পিপিপি প্রধান বিলাবল ভুট্টো জারদারি বলেছেন, যে কোনও মূল্যে তিনি সরকার গড়বেন। গতকাল পাঞ্জাব প্রদেশে দলীয় সম্মেলনে ইমরানকে ‘অকর্মণ্য প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করে বিলাবল বলেন, আজাদি মার্চকে সমর্থন করছেন তিনি।

ইমরান সরকারের কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষের জীবন ‘নরক’ করে দিয়েছে বলে অভিযোগ তোলার পাশাপাশি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ, কৃষক ও ঘরছাড়াদের দুর্দশার অভিযোগও তোলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here