মুক্তির অপেক্ষায় আসিফের ‘গহীনের গান’

0
494

বাংলা খবর ডেস্ক: আসিফ আকবরের গান নিয়ে নির্মিত ‘গহীনের গান’ এখন রয়েছে সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায়। আশা করা হচ্ছে, বাংলাঢোল প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিসেম্বরে।

পৌনে দুই ঘণ্টা ব্যাপ্তির ‘গহীনের গান’-এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন।

প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, চলতি সপ্তাহে ছবিটি ছাড়পত্রের জন্য জমা পড়েছে সেন্সর বোর্ডে।

ছবিতে ব্যবহৃত সবগুলো গান এককভাবে গাওয়া, সেই নয়টি গানের মেজাজের ওপর ভিত্তি করে লেখা হয়েছে চিত্রনাট্য। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আসিফ আকবর।

‘গহীনের গান’ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি গড়পড়তা কোনো ছবি নয়। সেন্সরের পর ডিসেম্বরে মুক্তি পেলেই বোঝা যাবে এর ভিন্নতা। আমার বিশ্বাস, এটি সবার মন ছুঁয়ে যাবে।”

পরিচালক সাদাত হোসাইন বলেন, “এটি গানের ছবি, একইভাবে গল্পেরও। ছবিটিতে গান ও অভিনয় মিলিয়ে এক নতুন আসিফ আকবরকে আবিষ্কার করবেন সবাই। আমার বিশ্বাস সেন্সর বোর্ড প্রশংসা কুড়াবে এটি।”

ছবিতে আসিফের সঙ্গে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা প্রমুখ।

বেশির ভাগ গান লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ ও একটি পরিচালক সাদাত। ‘বন্ধু তোর খবর কী রে’ গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here