সরকারি গাছ কেটে আত্মসাত, বরখাস্ত চেয়ারম্যান

0
60

বাংলা খবর ডেস্ক: সরকারি রাস্তার গাছ কেটে সেই টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। যা স্থানীয় সরকার, দিনাজপুর কর্তৃক তদন্তে প্রমাণিত হয়। এ কারণে তাকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি দিনাজপুর জেলা প্রশাসনের কার্যালয়ে এসে পৌঁছেছে।

তবে এ বিষয়ে আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, এখনও প্রজ্ঞাপনের কপি হাতে পাইনি। আর আমি সরকারি নিয়মানুযায়ী গাছ কেটে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here