নাটোরে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

0
77

বাংলা খবর ডেস্ক: নাটোরের লালপুরে বাবা ঘুঘুর আলীকে হত্যার দায়ে ছেলে মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার আদালতের বিচারক মোহম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত মুনছুর আলী আদালতে উপস্থিত ছিলেন। মুনছুর আলী লালপুরের শোভ ঠাকুরপাড়া গ্রামের মৃত ঘুঘুর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ মার্চ সকালে নিহত ঘুঘুর আলীর সঙ্গে তার ছেলে মুনছুর আলীর টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মুনছুর আলী লোহার সাবল দিয়ে বাবাকে আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ঘুঘুর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ছেলে আনছার আলী বাদী হয়ে তার সহোদর মুনছুর আলীকে আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মুনছুর আলীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

পরে পুলিশ মুনছুর আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। প্রায় সাড়ে ৬ বছর মামলার ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্ত মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here