ওবামার বক্তব্যে নিজ দলে তুমুল বিতর্ক

0
161

নিউজ ডেস্ক: ‘অতি বামপন্থী রাজনীতিতে’ ঝুঁকে পড়া নিয়ে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার এমন বক্তব্যে দলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে ওবামার বিরল এ ‘হস্তক্ষেপের’ বিষয়টি শনিবার ডেমোক্র্যাট প্রার্থীদের প্রচারণায় স্থান পায়।

জানায় বিবিসি, ওবামার বক্তব্যের জবাবে কয়েকজন ডেমোক্র্যাট ঐক্যের আহ্বান জানিয়েছেন। আবার কেউ নিজেদের নীতির পক্ষে বক্তব্য দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিপরীতে লড়তে প্রায় ২০ জন ডেমোক্র্যাট মনোনয়ন দৌড়ে রয়েছেন। এদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং সিনেটর বার্নি স্যান্ডার্স মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকলেও ওবামা এখন পর্যন্ত প্রকাশ্যে কাউকে সমর্থন দেননি।

ওয়াশিংটনে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ‘মধ্যপন্থী’ হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট ওবামা ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীদের ‘বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য নয় এমন নীতি অনুসরণের’ বিষয়ে সতর্ক করেন।

গত ২০০৯ থেকে ২০১৭ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ওবামা বলেন, ‘সাধারণ আমেরিকানরা বর্তমান (রাজনৈতিক) ব্যবস্থা একেবারে ছুড়ে ফেলতে চায় না।’

‘এটা এখনো এমন একটি দেশ, যে দেশটি কম বৈপ্লবিক। এটি ধীরে ধীরে এগিয়ে যেতে আগ্রহী’ যোগ করেন তিনি।

এখন পর্যন্ত সরাসরি কোনো ডেমোক্র্যাট প্রার্থী ওবামার বক্তব্যের সমালোচনা করেননি। তবে ‘বামঘেঁষা’ হিসেবে পরিচিত বার্নি স্যান্ডার্স তার নীতির বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ভোটাররা যে এ ব্যবস্থার পরিবর্তন চায় না ওবামার এ অবস্থান কি ‘সঠিক’?

নিজেকে একজন ডেমোক্রেটিক সমাজতন্ত্রী ও প্রগতিবাদী দাবি করা স্যান্ডার্স একগাল হেসে বলেন, ‘এ ব্যবস্থা ছুড়ে ফেলা বলতে কি বোঝাতে চান সেটা আপনার ওপর নির্ভর করছে।’

তিনি বলেন, ‘আমাদের যে কর্মসূচি রয়েছে তাতে শ্রমিক শ্রেণির বিপুল সমর্থন রয়েছে। আমি যখন ন্যূনতম মজুরি বাড়িয়ে সেটাকে জীবন ধারণের জন্য পর্যাপ্ত মজুরির পর্যায়ে উন্নীত করতে বলি, তার মানে আমি বর্তমান ব্যবস্থাকে ছুড়ে ফেলার কথা বলি না।’

ওবামাকে পরোক্ষ খোঁচা দিয়ে বামঘেঁষা হিসেবে পরিচিত আরেক প্রার্থী এলিজাবেথ ওয়ারেন বলেন, ‘ওবামা তার দায়িত্ব পালনকালে যেসব পদক্ষেপ নিয়েছেন আমি তার প্রশংসা করি। হেলথ কেয়ার প্রকল্প চালু করেছেন তিনিই। লাখ লাখ আমেরিকানের জন্য হেলথ কেয়ারের ব্যবস্থা করা হয়েছে যেটা সম্ভব বলে কেউ মনে করত না।’

নিউ জার্সির সিনেটর কোরি বুকার নিজেদের মধ্যে ঝগড়া না করে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার ওপর জোর দিতে বলেছেন। তিনি বলেন, ‘আসুন, একে অপরকে ধরাশায়ী করা বন্ধ করি, কৃত্রিম বিভেদ সৃষ্টি না করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here