বরিশালে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

0
65

বরিশাল নগরীর ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ্ শোয়েবুর রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী এই অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক শাহ্ শোয়েবুর রহমান জানান, মুসলিম সুইটস এন্ড রেস্তোরায় বাঁসি মুরগির গ্রিল সংরক্ষন করা হয়েছিল। যা ফেলে দেওয়ার কথা। কিন্ত রেস্তোরায় তা আবার পরিবেশনের জন্য ফ্রিজে সংরক্ষন করেন। তাও আবার কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে একই ফ্রিজে। ফ্রিজটিও ছিল নোংরা। এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপুর্ন। এ কারনে মুসলিম সুইটস এন্ড রেস্তোরাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে ক্রেতাদের ওজন কম দেওয়ার বিশেষ ধরনের ঠোঙ্গা (প্যাকেট) ব্যবহার করায় দুই ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা এবং তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here