লাইফ সাপোর্টে মাহফুজুর রহমান

0
60

বাংলা খবর ডেস্ক: বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।চিকিৎসকেরা জানিয়েছেন, মাহফুজুর রহমানের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান।

চলচ্চিত্রে চিত্রগ্রহণের জন্য মাহফুজুর রহমান ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন।

শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমনিসহ অসংখ্য সিনেমার চিত্রগ্রাহক তিনি।

মাহফুজুর রহমান খানের জন্ম ১৯৪৯ সালের ১৯ মে, পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডের এক বনেদি পরিবারে। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here