পিয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় এমপি

0
785

বাংলা খবর ডেস্ক: ভারতজুড়ে বেড়েছে পিয়াজের দাম বেশি। আর এতে সাধারণ মানুষের মতো রীতিমত খেপেছেন বিহারের বিধানসভায় বিরোধী দল আরজেডির বিধায়ক (এমপি) শিবচন্দ্র রাম। দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বুধবার পিয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় যান তিনি। খবর এনডিটিভির

তার অভিযোগ, পিয়াজের দাম বাড়তে থাকায় মানুষ তাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন। পিয়াজের দাম ৫০ টাকার নিচেই থাকে। এবার সেটা বেড়ে অন্তত ৮০ টাকা। সত্যি বলতে কি এগুলো (গলার মালার দিকে ইশারা করে) আমি ১০০ টাকা কেজিতে কিনেছি।

তিনি বিধানসভায় ঢোকার আগে বলেন, আমি ভেতরে এই মালা পরে যাব। আমি চাই মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুক। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবেন। আমার দাবি, গরিবদের জন্য ১০ টাকা প্রতি কেজি মূল্যে পিয়াজ দিক ভারত সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here