কুষ্টিয়ার খোকসা থানার ওসি ক্লোজড

0
77

বাংলা খবর ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) রাতে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপচেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির দ্বিধা বিভক্ত নেতাদের সমর্থক ও কর্মীরা গত এক সপ্তাহে বেশ কয়েকটি হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার পর কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে ফ্যাক্স বার্তায় খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে ক্লোজড করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান বলেন, খোকসা থানাও ওসি এবিএম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

ওসি মেহেদী মাসুদকে ফোন দেয়া হলে তিনি আক্ষেপের সঙ্গে বলেন, আল মাছুম মোর্শেদ শান্তর জয় হয়েছে। ওসি মেহেদী মাসুদের পরাজয় হয়েছে।

উল্লেখ্য, আল মাছুদ মোর্শেদ খোকসা উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here