মিথিলা থেকে ‘সিমরন’

0
493

বলিউড দর্শকদের কাছে ‘সিমরন’ একটি আইকনিক চরিত্র। বিখ্যাত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবিতে এই নাম ধারণ করেছিলেন কাজল। সেই নামে নবপরিণীতাকে সম্বোধন করলেন পরিচালক সৃজিত মুখার্জি।

বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ভারতীয় নির্মাতার বিয়ে হয়েছে শুক্রবার সন্ধ্যায়। পরদিন মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুইজারল্যান্ডে।

তবে উদ্দেশ শুধুই ‘হানিমুন’ নয়। ব্যক্তিগত দরকারের জন্যই মূলত তাদের ভ্রমণ। জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস ঘেরা ওই দেশকেই বেছে নিয়েছেন তারা। কাজটাও সারা হবে আবার একসঙ্গে কাটানোও যাবে বেশ কয়েকটা দিন।

সোমবার সেখানে পৌঁছে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশনে মজা করে লিখেছেন, “যা সিমরন যা, কর লে আপনি পিএইচডি।” অর্থাৎ, যা সিমরন পিএইচডি সম্পন্ন করে এসো।

সৃজিতের এমন পোস্টে নেটিজেনদের মধ্যে হাসির রোলে উঠে।

ব্লকবাস্টার হিট ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’তে সংলাপটি দেন কাজলের পর্দার বাবা অমরেশ পুরি। তিনি মেয়েকে মনের মানুষের কাছে যেতে বলেন। আর সৃজিত সংলাপ ছাড়লেন স্ত্রী মিথিলার উদ্দেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here