শালীন পোশাকের ফ্যাশন সপ্তাহ নেদারল্যান্ডসে

0
537

বাংলা খবর ডেস্ক: প্রথমবারের মতো নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত হচ্ছে শালীন পোশাকের ফ্যাশন সপ্তাহ। তিনদিন ব্যাপী শনিবার থেকে শহরের প্যাসেঞ্জার টার্মিনালে শুরু হয় এই ফ্যাশন সপ্তাহ।

ফ্যাশন সপ্তাহে ‘থিংক ফ্যাশন’ এর আয়োজনে বিশ্বের ৩০ জন ফ্যাশন ডিজাইনারের সাতটি প্রদর্শনী থাকছে।

থিংক ফ্যাশনের এটি ষষ্ঠ আয়োজন। এর আগের পাঁচটি আয়োজন যথাক্রমে ইস্তাম্বুল, লন্ডন, দুবাই, জাকার্তা এবং দুবাইয়ে অনুষ্ঠিত হয়।

নেদারল্যান্ডসের মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিম। বর্তমানে দেশটিতে ১.০২ মিলিয়ন মুসলমান বসবাস করছে।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ফ্রাংকা সোরিয়া বলেন, ‘অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের শহর আমস্টারডাম। এ শহর নতুন আশার প্রতিনিধিত্ব করে। তাই এখানেই আমাদের এবারের আয়োজন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here