মেক্সিকোতে ভ্যান-ট্রাক সংঘর্ষে অগ্নিকাণ্ড, নিহত ১৪

0
72
Firefighters work at the scene of an accident between a tourist van and a cargo truck on the Lagos de Moreno highway in Zapotlanejo, Jalisco State, Mexico, on December 18, 2019. - A mini-bus carrying a family to a holiday beach getaway in Mexico crashed into a lumber truck on Wednesday and caught fire, killing 14 people including five children, authorities said. (Photo by Ulises Ruiz / AFP)

বাংলা খবর ডেস্ক: মেক্সিকোতে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। দেশটির হ্যালিসকো রাজ্যের এক মহাসড়কে বুধবার এ দূর্ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

খবরে বলা হয়, ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর ভ্যানটিতে আগুন ধরে যায়।

এক বিবৃতিতে হ্যালিসকো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের একপাশে গাছের গুড়ি ভর্তি দাঁড়ানো একটি ট্রাকের ওপর চলন্ত একটি নিশান ভ্যান এসে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়ার পর আগুন ধরে যায়।

আহত একজন পূর্ণবয়স্ক ও একটি বাচ্চা শিশুকে সঙ্কটজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত কয়েকজনের মৃতদেহ পুরোপুরি দগ্ধ হয়ে গেছে। এ ঘটনার পর মহাসড়কটির একপাশে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here