মিরপুরে সরকারি ৪৭৪টি প্লট উদ্ধার অভিযান

0
540

বাংলা খবর ডেস্ক: অবৈধভাবে দখল করা জায়গা উদ্ধারে রাজধানীতে উচ্ছেদ অভিযান শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত বিভাগ। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ মিরপুরের রূপনগর এলাকায় ফজিলাতুন্নেছা ওয়াকফ এস্টেটে অভিযান শুরু হয়। প্রায় এক ঘণ্টার অভিযানে শতাধিক স্থাপনা এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে।

সরকারি জায়গা উদ্ধারে দিনব্যাপী অভিযান চলবে বলে গণপূর্তের পক্ষ থেকে জানানো হয়েছে।

পূর্ত বিভাগ জানিয়েছে, সরকারের বেদখল হয়ে যাওয়া ৪৭৪টি প্লট উদ্ধারে তারা এই অভিযান পরিচালনা করছে। অভিযানের একদিন আগে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে এ বিষয়ে অবগত করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে এখানে তারা বসবাস করে আসছেন। স্থানীয় বাসিন্দা জামাল হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘উচ্ছেদের মাত্র একদিন আগে মাইকিং করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে আমরা এই জায়গা ছেড়ে কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।’

তবে উচ্ছেদ শুরুর আগেই অনেকে তাদের ঘরের মালামাল সরিয়ে নিয়েছেন।
স্থানীয়দের মতে, এখানে দেড় হাজার বর্গফুট আকারের সাত শতাধিক প্লটে প্রায় ৪০ হাজার মানুষের বসতি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here