নাসিমের পর আরেক নাসিম

0
54

নিউজ ডেস্ক: দারুণ সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তেমন ঋদ্ধ হয়নি টেস্ট ক্যারিয়ার। নাসিম-উল-গনি তবু টেস্ট ইতিহাসে আলাদা জায়গা নিয়ে আছেন একটি জায়গায়।

সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গত ছয় দশক ধরে পাকিস্তানের এ সাবেক স্পিনারের। এবার রেকর্ড বইয়ে তার পরেই জায়গা করে নিলেন আরেক নাসিম।

পাকিস্তানের এ সময়ের সেনসেশন নাসিম শাহ। শ্রীলংকার বিপক্ষে করাচি টেস্টের শেষদিনে সোমবার নাসিম পেয়েছেন পাঁচ উইকেট। ১৬ বছর ৩০৭ দিন বয়সে এ ফাস্ট বোলার নাম লেখালেন রেকর্ডে।

ম্যাচ শেষের দিন যদিও তার বয়স ১৬ বছর ৩১১ দিন, তবে বয়সের রেকর্ডের ক্ষেত্রে সবসময় বিবেচনায় নেয়া হয় ম্যাচ শুরুর দিনের বয়স।

নাসিম-উল-গনি এই স্বাদ পেয়েছিলেন ১৬ বছর ৩০৩ দিন বয়সে। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানায় ১১৬ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন সাবেক এই বাঁ-হাতি স্পিনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here