নেপালে ১২২ চীনা নাগরিক আটক

0
429

বাংলা খবর ডেস্ক:সাইবার অপরাধে জড়িত সন্দেহে ১২২ চীনা নাগরিককে আটক করেছে নেপাল পুলিশ। ট্যুরিস্ট ভিসায় ভ্রমণে আসা এসব নাগরিককে গত সোমবার অভিযান চালিয়ে আটক করা হয়। খবর আলজাজিরা।

দেশটিতে চালানো এযাবতকালের সবচেয়ে বড় অভিযান এটি। আটককৃতদের মধ্যে নারীও রয়েছে।

পুলিশ জানায়, রাজধানী কাঠমাণ্ডুতে অভিযান চালিয়ে ১২২ চীনা নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে ৮ জন নারী। যেসব বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেগুলো হোস্টেলের আদলে তৈরি করা; যাতে রান্নাঘর, বিছানা, সারিবদ্ধ চেয়ার ও টেবিল রয়েছে।

নেপালের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর প্রধান নিরাজ বাহাদুর শাহী জানান, আমরা ধারণা করছি তারা সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ওইসব বাড়ি থেকে অন্তত সাতশ মোবাইল ফোন, তিনশ ৩৩টি ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটার, পেনড্রাইভ ও সিমকার্ড জব্দ করে পুলিশ। বেইজিং জাতীয় কেন্দ্রীয় ব্যুরোও নেপাল পুলিশের সঙ্গে অভিযানে সহযোগিতা করেছে বলে জানান শাহী।

অনুমোদনবিহীনভাবে গেমিং ব্যবসা পরিচালনার কারণে সম্প্রতি ফিলিপাইনে অভিযান চালিয় ৩৪০ চীনা নাগরিককে আটক করে পুলিশ।

তার আগে গত মাসে একটি অনলাইন বিনিয়োগ কেলেঙ্কারির বিষয়ে তদন্তে নেমে মালয়েশিয়ায় প্রায় ৭০০ চীনা নাগরিককে আটক করে পুলিশ।
আর এসব অভিযানের কোনোটির সঙ্গে কোনোটির যোগসূত্র রয়েছে কিনা তা জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here