৪ দিনের টেস্ট খেলা নিয়ে ভাবনা শুরু অস্ট্রেলিয়ার

0
52

বাংলা খবর ডেস্ক: টেস্ট ক্রিকেটে দর্শক টানতে ইতিমধ্যে গোলাপি বলে দিবারাত্রির ম্যাচ শুরু করেছে আইসিসি। এবার ভাবনায় চারদিনের টেস্ট। এ নিয়ে আগেই সবুজ সংকেত দিয়েছে আইসিসি।

এবার এ পথে হাঁটতে চাইছে অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেটে লড়াই আরো আকর্ষণীয় করতে একদিন কমিয়ে চারদিনের ম্যাচ খেলার পক্ষে ভাবনা-চিন্তা শুরু করেছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড (সিএ)। এরই মধ্যে বোর্ডে এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সিইও কেভিন রবার্টস।

তিনি বলেন,টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবে জোর দেয়া উচিত। ২০১৭ সালে চারদিনের টেস্ট আয়োজন করার জন্য সবুজ সংকেত দেয় আইসিসি।

ক্রিকেটের ১৪২ বছরের গৌরবময় ইতিহাসে দক্ষিণ আফ্রিকা প্রথম দল হিসেবে ১৯৭৩ সালে চারদিনের টেস্ট খেলে। ২০১৭ সালে আবার জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের ম্যাচ আয়োজন করে তারা। চলতি বছর ঘরের মাঠে চারদিনের টেস্ট খেলেছে ইংল্যান্ড। বিশ্বকাপের পর অ্যাশেজ শুরুর আগে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচ খেলে তারা।

এবার সেই পথেই হাঁটার পরিকল্পনা অস্ট্রেলিয়ার। ভবিষ্যতে সেক্ষেত্রে ঘরের মাঠে টেস্ট সিরিজে পরীক্ষামূলকভাবে একটি চারদিনের ম্যাচ খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন রবার্টস।

নতুন পথে হাঁটার ক্ষেত্রে অস্ট্রেলিয়াই প্রথম দল যারা ঘরের মাঠে পিংক টেস্ট আয়োজন করে। ২০১৫ সালে অ্যাডিলেড ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দিন-রাতের টেস্ট খেলে অজিরা। ক্রিকেট বিশ্বের প্রথম সারির এদেশ এবার চারদিনের টেস্ট আপন করে নেয় কি-না, সেটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here