কদিন পরই পুরো বিশ্ব কাঁপবে ফুটবল-জ্বরে। ৩২টি দেশের সমাবেশ ঘটতে যাচ্ছে লেলিনের দেশ রাশিয়ায়। মাঠের লড়াইয়ে বাংলাদেশ নেই, কিন্তু এ দেশের তৈরি জার্সি থাকবে বিভিন্ন দেশের খেলোয়াড়দের গায়ে। শুধু জার্সিই নয় গেঞ্জি, হাফপ্যান্টসহ নানা ধরনের পণ্য তৈরি করে সরবরাহ করছে বাংলাদেশ।

এ নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার।

তিনি লিখেছেন- একসময় বাংলাদেশের মানুষ ভারত বা পাকিস্তানের সব ক্রিকেট প্লেয়ারের খোঁজ জানত। মাঠে কেউ যেত ভারতের পতাকা হাতে, কেউ যেত পাকিস্তানের পতাকা হাতে। এখন কেউ অন্যদেশের পতাকা নেয় না। কারণ ক্রিকেট মাঠে এখন বাংলাদেশ দল থাকে।

ফুটবলের সময় এলে ব্রাজিল, আর্জেন্টিনার পতকা ওড়ে। এটা উড়বে না। যদি বাংলাদেশ ফুটবলে একটা সম্মানজনক জায়গাতে যেতে পারে। নিজের দেশ মাঠে থাকলে কেউ অন্য দেশকে নিয়ে মাতামাতি করে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here