মাদক নির্মূল করতে হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে: ড. মীজানুর রহমান

0
111
মাদক গডফাদারদের স্বাভাবিকভাবে দমন করা যাবে না বলে মনে করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মীজানুর রহমান। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুনোপুটি গডফাদাররা হয়তো ধরা পড়বে। কিন্তু গডফাদার একটা শেষ হলে আরেকটা গজাবে। এ ধরনের বড় গডফাদারদের স্বাভাবিকভাবে দমন করা যাবে না।

তিনি আরও বলেন, গাড়ির ড্রাইভার, রিকশা চালক অনেকেই আজকে মাদকাসক্ত হয়ে গেছে । অভিযানের মাধ্যমে তা নিয়ন্ত্রণের চেষ্টার দরকার ছিল, কিন্তু আমরা নির্মূল অভিযান চালাচ্ছি। মাদক নির্মূল এই প্রক্রিয়ায় করা যাবে বলে মনে হয় না। মাদক নির্মূল করতে হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কাজ শেষে যা যা খেতে চায় খাবে। এখন কাজ নেই, হতাশাগ্রস্ত হয়ে যেটা সামনে পায় তাই খায় এখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here