মাদকবিরোধী অভিযানে গতরাতে রাজধানী ঢাকাসহ ৯ জেলায় আরও ১২ জন নিহত হয়েছে। এতে চলমান অভিযানের ১৪ দিনে গোলাগুলিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৯৮ জনে। তাদের সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ ও র‍্যাব।

কুমিল্লার দেবিদ্বার ও সদর দক্ষিণ উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ২ জন নিহত হয়। নিহত এনামুল হক দোলনের বিরুদ্ধে ১২টি এবং নুরু মিয়ার নামে ১৩টি মামলা রয়েছে। পিরোজপুর সদর ও মঠবাড়িয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে অহিদ ও মিজান নামের আরও ২ জন। অহিদ এবং মিজানও একাধিক মামলার আসামি।

এদিকে সাতক্ষীরা সদরের বাজুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ী দুপক্ষের গোলাগুলিতে ইমদাদুল হক ও খলিলুর রহমান পটু এবং ঝিনাইদহ সদরের জারগ্রামে ফরিদ হোসেন নামের একজন নিহত হয়।

এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লাল বাদশা, মুন্সীগঞ্জের মিরকাদিমে কানা সুমন, পাবনার বেড়ায় ইজ্জত আলী এবং নাটোরের সিংড়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে আব্দুল খালেক নামের একজন নিহত হয়। সবগুলো ঘটনাতেই অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের দাবি করেছে র‍্যাব-পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here