জয় দিয়েই বছর শেষ করল লিভারপুল

0
412

বাংলা খবর ডেস্ক: লিগের অন্যতম শক্তিশালী দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে ম্যাচ জিতেছিল উলভারহ্যাম্পটন। সে জয়ের সুখস্মৃতি নিয়েই বছরের শেষ ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল টেবিল টপার লিভারপুলের। তবে এদিন আর কোনো উৎসবের উপলক্ষ্য পায়নি উলভসরা। উল্টো পুরো বছরের ন্যায় শেষ ম্যাচেও দারুণ খেলে জয় নিয়ে পাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

জয়ের ব্যবধানটা অবশ্য বেশি বড় নয়। সাদিও মানের করা একমাত্র গোলেই জিতেছে লিভারপুল। ম্যাচের ৪২ মিনিটের মাথায় ফাঁকায় বল পেয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান সেনেগালের এই তারকা ফুটবলার।

প্রথমার্ধেই অবশ্য সমতাসূচক গোল প্রায় পেয়ে গিয়েছিল উলভারহ্যাম্পটন। বিরতির ঠিক আগে দলের পক্ষে গোল করেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। কিন্তু ভিএআর দেখে সেটিকে অফসাইড হিসেবে বাঁশি বাজান রেফারি।

ম্যাচের বাকি সময় আর গোল করতে পারেনি কোনো দল। যার ফলে ১-০ গোলের জয়েই মাঠ ছেড়েছে লিভারপুল।

বছরের শেষ ম্যাচের এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করেছে অলরেডরা। ১৯ ম্যাচে ১৮ জয় ও ১ ড্রতে তাদের পয়েন্ট ৫৫। দ্বিতীয় স্থানে লিস্টার সিটি ২০ ম্যাচ খেলে পেয়েছে ৪২ পয়েন্ট। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৪১ পয়েন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here