কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণ বিএনপির নাটক: ওবায়দুল কাদের

0
70

বাংলা খবর ডেস্ক: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য গ্রহণযোগ্য জনপ্রিয় প্রার্থী বেছে নেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশে তুলনামুলক ভায়োলেন্স কম। ঢাবিতে ককটেল বিষ্ফোরণ বিচ্ছিন্ন ব্যাপার। বিএনপি ফায়দা লোটার জন্যই হয়তো তাদের অফিসের সামনে নিজরাই ককটেল ফাটিয়েছে।

পদ্মা সেতুর অগ্রগতি বিষয়ে তিনি বলেন, পদ্মা সেতুতে আগামীকাল ২০তম স্প্যানে অবকাঠামো বসবে এবং এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান পদ্মা সেতুতে সংযুক্ত হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, ২০২০ সালের জুলাই মাসের মধ্যে সেতুর সবগুলো স্প্যানে কাঠামো বসানোর কাজ শেষ হবে। এই লক্ষ্য পূরণ হলে নির্দিষ্ট সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে পদ্মা সেতু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here