পা দিয়ে লিখেই মুক্তামনির জিপিএ ৫ অর্জন

0
555

বাংলা খবর ডেস্ক: মেধাবী মুক্তামনির হাত দুটি নেই। তবে পড়াশোনায় মনোযোগ তার কম ছিল না। তাই পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দিয়ে জিপিএ-৫ অর্জন করেছে মুক্তামনি। বরিশালের হিজলা উপজেলার পূর্ব পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে সাফল্য পেয়েছে মুক্তামনি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নাছিমা খানম গণমাধ্যমকে জানিয়েছেন, সামনের দিনগুলো তার আরও ভালোভাবে কাটবে এবং ভবিষ্যত উজ্জ্বল হবে।

মুক্তামনির স্কুল থেকে এবার ১৪ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে মুক্তার দুটি হাত না থাকায় পা দিয়েই লিখেছে সে। তাদের মধ্যে একমাত্র মুক্তাই ১৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে।

পা দিয়ে লিখলেও মুক্তামনির লেখা তার সহপাঠীদের হাতের লেখার চেয়ে সুন্দর।

দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর থেকে ধীরে ধীরে মুক্তার দুই হাত বিকল হয়ে যায়। পরে তার দুই হাতই শরীর থেকে বাদ দিতে হয় চিকিৎসকদের।

আর্থিক টানাপড়েনের মধ্যও মেয়েকে উচ্চশিক্ষিত করতে চান তার পোশাক শ্রমিক মা। মুক্তামনির স্বপ্ন একদিন সে শিক্ষক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here