দুনিয়ার মাঝে শান্তি নিহিত নেই: আল্লামা শফী

0
444

বাংলা খবর ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, সবাই দুনিয়াতে শান্তি অন্বেষণ করে। শান্তির জন্য দুনিয়ার পেছনে সবাই ছুটতে থাকে, অথচ দুনিয়ার মাঝে শান্তি নিহিত নেই। তবে কুরআন-সুন্নাহর মাঝেই নিহিত রয়েছে কল্যাণ ও শান্তি।

শুক্রবার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাটহাজারী বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে শেষ হয়েছে। মাহফিলের শেষ অধিবেশনে দাওরা হাদিস (মাস্টার্স) উত্তীর্ণ ২ হাজার ১৯৮ জন শিক্ষার্থী আবেগঘন পরিবেশে পাগড়ী ও সনদ গ্রহণ করেন।

বৈরী আবহাওয়া তথা বৃষ্টি উপেক্ষা করে জুমার নামাজ আদায়ে ধর্মপ্রাণ তৌহিদি জনতার ঢল পরিলক্ষিত হয়। সম্মেলনে ফজরের নামাজের পর থেকে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের পাদচারণায় মুখরিত ছিল জামিয়ার প্রাঙ্গণ।

জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিমুদ্দীন, সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানী ও মাওলানা নুরুল ইসলাম জাদীদ সাহেব এর যৌথ সঞ্চালনায় মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের আমির শায়খুল হাদিস আল্লামা হাফিজ সায়্যিদ আরশাদ মাদানীর সুযোগ্য সাহেবজাদা আযহারুল হাসান মাদানী।

তিনি জুমার নামাজের পূর্বে মাহফিলে হিন্দি ভাষায় আলোচনা করেন। এছাড়া বাইতুল করিম নামে জামিয়ার প্রধান জামে মসজিদ বা বড় মসজিদে জুমার খুতবা পাঠ ও ইমামতি করেন।

মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামিআর সহযোগী পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হযরত মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম, হযরত মাওলানা শেখ আহমদ, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ, হযরত মাওলানা সাজেদুর রহমান, হযরত মাওলানা মুহিব্বুল্লাহ, হযরত মাওলানা হাফেজ নূরুল ইসলাম, হযরত মাওলানা আবদুল বাছেত খান, হযরত মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা লোকমান, হযরত মাওলানা নোমান, হযরত মাওলানা সালাহ উদ্দীন, হযরত মাওলানা মুফতি শামসুদ্দীন জিয়া, হযরত মাওলানা সলীম উল্লাহ, হযরত মাওলানা মুফতি আহমুদুল্লাহ, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা আযীযুল হক আলমাদানী, মওলানা আশরাফ আলী নিজামপুরী, হযরত মাওলানা ইয়াহইয়া, মাওলানা আবু আহমদ, মুফতি হুমায়ুন কবীর, মাওলানা ফোরকান আহমদ, ড. নূরুল আবসার, হযরত মাওলানা নরুল ইসলাম ও হযরত মাওলানা মুফতি নূরুল্লাহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here