মালিঙ্গা আমাকে ইয়র্কার শেখাননি, টিভি দেখে শিখেছি: বুমরাহ

0
87

বাংলা খবর ডেস্ক: ভারতের এই সময়ের অন্যতম সেরা পেসার জশপ্রিত বুমরাহ। তিনি বলেছেন, লাসিথ মালিঙ্গা আমাকে ইয়র্কার এবং বোলিংয়ের স্কিল শেখাননি। মাঠের মধ্যে বিভিন্ন পরিস্থিনি কীভাবে সামলাতে হয়, তা শিখেছি মালিঙ্গার কাছ থেকে।

ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ১১২ ম্যাচে অংশ নিয়ে ২১৬ উইকেট শিকার করেন বুমরাহ। তিনি আরও বলেন, মাথা গরম না করে ব্যাটসম্যানকে আউট করার পরিকল্পনা কীভাবে করতে হয় তা আমি মালিঙ্গার কাছ থেকে শিখেছি।

ইয়র্কারের রহস্য নিয়ে বুমরাহ বলেন, বোলিংয়ের যাবতীয় কৌশল টেলিভিশন দেখেই শিখেছি। এখনও আমি টিভি, ভিডিও দেখে বোলিংয়ের নিত্য নতুন ব্যাপার শিখি। ক্রিকেট মাঠে আমি একা। কেউই আমাকে সাহায্য করার নেই।

রোববার আসামের গুয়াহাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও সফরকারী শ্রীলংকা। চোট কাটিয়ে সীমিত ওভারের এই সিরিজে ফিরছেন বুমরাহ। সিরিজ শুরুর আগের দিন শনিবার বুমরাহ জানান, মালিঙ্গা তাকে ইয়র্কার শেখাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here