ইরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের বিমান বিধ্বস্ত

0
198

বাংলা খবর ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ১৮০ আরোহী নিয়ে ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই ইউক্রেন এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্স ও বিবিসির।

যান্ত্রিক ত্রুটির কারণেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ মডেলের বিমানটি বিধ্বস্ত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এতে মোট ১৮০ আরোহী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ইরানের বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়ে ব্যাপারে এখনও বিস্তারিত জানাতে পারেনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইরান-মার্কিন উত্তেজনার মধ্যে এ বিমান দুর্ঘটনা নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। ইরানের এই শীর্ষ জেনারেলের গুপ্তহত্যায় ফুঁসে উঠেছে দেশটির জনগণ। গোটা মধ্যপ্রাচ্য এখন টালমাটাল। এই হত্যার বদলা নেয়ার শপথ নিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here