মাদারীপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ২

0
149

বাংলা খবর ডেস্ক: মাদারীপুরের শিবচরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও সাত যাত্রী। উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩৫৬২৩) বরিশালের উদ্দে রওনা দেয়। মাইক্রোবাসটি ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ে সার্ভিস এরিয়া-৩ পার হওয়ার পর বিপরীত দিক থেকে ঢাকাগামী এসএ ট্রাভেলস নামক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ যাত্রীই গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শিবচর থানা-পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়।

নিহতদের মধ্যে একজনের নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে। তবে নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

মাইক্রোবাস চালক সাগরসহ ৫ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here