ধর্ষণের ক্যাটাগরি কেন, প্রশ্ন তসলিমার

0
79

বাংলা খবর ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পাশবিক নির্যাতন করা মজনু আগে প্রতিবন্ধী এবং ভিখারিনিদের ধর্ষণ করলেও সেটি কেন আলোচনায় আসছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

ভারতে অবস্থানরত তসলিমা নিজের ফেইসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধর্ষক মজনুর কীর্তিকলাপ পুলিশ যেভাবে বর্ণনা করেছে, তাতে মনে হলো, মজনু ছাত্রীটিকে ধর্ষণ করে ভীষণ অন্যায় করেছে। এর আগে সে প্রতিবন্ধী মেয়ে এবং ভিখারিনিদের ধর্ষণ করতো, সেটাকে ততটা অন্যায় বলে মনে করা হচ্ছে না, যতটা অন্যায় সে করেছে ভাবা হচ্ছে ছাত্রীটিকে ধর্ষণ করে।’

দুই যুগের বেশি সময় নির্বাসিত জীবনযাপন করা তসলিমা এরপর লিখেছেন, ‘ধর্ষণেরও তাহলে ক্যাটাগরি আছে! গরিবকে ধর্ষণ করা তত খারাপ নয়, যত খারাপ ধনীকে ধর্ষণ করা! তাই না?’

১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়া এই লেখিকা নিজেই আবার উত্তর দিয়েছেন, ‘আসলে সব ধর্ষণই একই রকম খারাপ। একটি লোক একই অন্যায় করে যখন সে তার বিদুষী স্ত্রীকে ধর্ষণ করে, অথবা বুদ্ধিশুদ্ধিহীন কোনও প্রতিবন্ধীকে ধর্ষণ করে, অথবা পতিতালয়ের কোনও নিরক্ষর পতিতাকে ধর্ষণ করে, অথবা রাস্তার সর্বহারা ভিখারিনিকে ধর্ষণ করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here