২১ সৌদি সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

0
134

বাংলা খবর ডেস্ক: তিন মার্কিন নৌসেনাকে গুলি করে হত্যার ঘটনার জেরে ২১ সৌদি সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই সৌদি আরবে ফেরত পাঠানো হবে তাদের।

আলজাজিরা জানায়, বহিষ্কৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রমাণ পাওয়া গেছে বলে সোমবার মার্কিন বিচার বিভাগ এমন ঘোষণা দেয়। এ ছাড়া অভিযুক্ত সৌদি ক্যাডেটদের শিশু পর্নোগ্রাফি, মার্কিন বিদ্বেষ ও জিহাদি মনোভাবের প্রমাণ মিলেছে।

গত ৬ ডিসেম্বর ফ্লোরিডায় পেনসাকোলায় সৌদি বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ সাঈদ আল-শামরানি এলোপাতাড়ি গুলি চালিয়ে তিন মার্কিন নৌসেনাকে হত্যা করেন।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বিল বার বলেন, বন্দুকধারী জিহাদি মতাদর্শে প্ররোচিত হয়েছিলেন বলে সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে।

এ ছাড়া জিহাদি মনোভাব ও শিশু পর্নোগ্রাফির সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আল-শামরানির ২১ সহকর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে মার্কিন অ্যাটর্নি জেনারেল জানান।

সোমবার বহিষ্কৃতদের সৌদি আরবে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন বিল বার।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারের মতো বিদেশি সামরিক সদস্যদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে সাড়ে আটশো সৌদি। যুক্তরাষ্ট্র থেকে কেনা সামরিক বিমান রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here