দুর্নীতিতে জড়ালে কেউ ছাড় পাবে না: দুদক চেয়ারম্যান

0
117

বাংলা খবর ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে আবারও জিরো টলারেন্স ঘোষণা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, ঊর্ধ্বতনরা যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাদেরও দায় নিতে হবে। মন্ত্রী, সংসদ সদস্য অথবা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত কর্মকর্তা বা সহকারী একান্ত সচিবদের দুর্নীতির অনুসন্ধানের পাশাপাশি আরও বড় রাঘবোয়ালদেরও দুর্নীতির অনুসন্ধান হবে। কেউ ছাড় বা পার পাবেন না।

সোমবার (২০ জানুয়ারি) দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইকবাল মাহমুদ।

রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন, যুক্ত আছেন তাদের সবাইকে খুঁজে বের করা হবে। আইনের আওতায় নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, অক্সফাম বাংলাদেশের প্রধান দীপঙ্কর দত্ত ও দুদক মহাপরিচালক এ কে এম সোহেল। উপস্থিত ছিলেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here