পর্তুগালে প্রবাসী বাংলাদেশি দুই পক্ষের সংঘর্ষ

0
108

বাংলা খবর ডেস্ক: পর্তুগালের রাজধানী লিসবনে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে প্রবাসী বাংলাদেশি দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পর্তুগাল পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত নয়টার দিকে বাংলাদেশ অধ্যুষিত মার্তৃম মুনিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পর্তুগাল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। আহতের মধ্যে দুইজন ফ্রান্স প্রবাসী। তারা পরিকল্পিত ভাবে সংঘর্ষে জড়াতে ফ্রান্স থেকে পর্তুগালে আসে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় বাংলাদেশ কমিউনিটির মধ্যে আতঙ্কের পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। তদন্ত চলছে জানিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে পর্তুগাল পুলিশের পক্ষ জানানো হয়েছে। তবে সংঘর্ষের জড়ানো প্রত্যেকে বাংলাদেশের সিলেটের বাসিন্দা বলে জানিয়েছে লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here